যশোর : যশোর খুলনা মহাসড়কের শহরতলী মুড়োলী মোড় গোল চত্বর নামকস্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সাগর আহমেদ (২০) নিহত ও আশিক (২২) আহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলাটি করেছেন, নিহত সাগর আহমেদ এর পিতা যশোরের চৌগাছা উপজেলার আফরা গ্রামের মোবারেক বিশ^াসের ছেলে কোরবান আলী।
বুধবার ২৭ জানুয়ারী বিকেলে কোতয়ালি মডেল থানায় করা মামলায় কোরবান আলী বলেছেন,তার ছেলে সাগর আহমেদ ও শ্যালকের ছেলে ঘোড়াগাছা গ্রামের ওদুদের ছেলে আশিককে কালো রংয়ের পালসার মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্টো –ট-১৩-৫৮৪৩) নিয়ে রাজার হাট থেকে যশোর শহরের দিকে আসছিল। সকাল সাড়ে ৯ টায় উল্লেখিত স্থানে পৌছালে শহরের দিক হতে রাজারহাট খুলনা গামী কাভার্ডভ্যান বেপরোয়া দ্রুত গতিতে সাগর আহমেদের মোটর সাইকেলের সামনে থেকে স্বজোরে ধাক্কা মারে। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটর সাইকেল আরোহী সাগর আহমেদ ও আশিক গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সাগর আহমেদ মারা যায়। আশিক চিকিৎসাধীন রয়েছে।